এক দেশে দুই আইন চলতে পারে????????????????????

লিখেছেন লিখেছেন শেখ সাদী ১৫ জুলাই, ২০১৩, ১১:২৭:৫৯ রাত



১। এইতো দুই দিন আগে কিছু মেধাবী ছেলে একটা ন্যায্য এবং যৌক্তিক দাবিতে এই শাহবাগের মোড়েই আন্দোলনের মাধ্যমে তাঁদের দাবী আদায়ের জন্যে একত্রিত হয়েছিলো। মিডিয়া প্রচার করলো-এই আন্দোলনের কারণে সারা ঢাকা শহর অচল পড়েছে, নগর জীবন বিপর্যস্ত !! যতো তাড়াতাড়ি সম্ভব আন্দোলনকারীদেরকে শাহবাগ থেকে বিতাড়িত করতে হবে।

ফলাফলঃ-মেধাবী ছাত্রদের উপর বর্বর পুলিশি হামলা, টিয়ারশেল নিক্ষেপ, মামলা ও একটি ছাত্রসংগঠন দ্বারা এলোপাথারী হামলার শিকার । অতঃপর কিছু মেধাবী ছাত্র আহত হয়ে হাসপাতালের বিছানায় ।

২। আজও কিছু ছেলে মেয়ে আদালতের একটি রায়ে সন্তুষ্ট হতে না পারে একই শাহবাগ দখল, অতঃপর আন্দোলন। যদিও এটা আদালত অবমাননার পর্যায়েপড়ে কারণ আদালতের রায় অমান্য করেই তাঁদের এই আন্দোলন। মিডিয়ার চোখে এবার শাহবাগ অবরোধের ফলে কোন ট্রাফিক জ্যাম নেই, নগর জীবনও বিপর্যস্ত হচ্ছেনা। গাড়ী ঘোড়া সব হাওয়ায় ভেসে চলে যাচ্ছে। আর মিডিয়ার চোখে আন্দোলনকারীরা হচ্ছে -তরুণ প্রজন্ম, এ প্রজন্মের মুক্তিযোদ্ধা!!

ফলাফলঃ পুলিশের টিয়ারশেল তো দূরের কথা উল্টো পুলিশি নিরাপত্তা, মিডিয়ার লাইভ সম্প্রচার।

-একই জায়গা, একই পরিস্তিতি, একই ভোগান্তি অথচ দুই ক্ষেত্রে পুলিশ আর মিডিয়ার দুই রকম ব্যবহার !!

জনগণ

উৎস েফসবুক

বিষয়: বিবিধ

১৩৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File